টানা ৬ দিন নাকানিচোবানি খাওয়ার পর কুলতলিতে বাগে এসেছে বাঘ। দক্ষিণারায়কে বাগে আনতে যারা সাহায্য করেছে সেই সব বনকর্মীদেরই এদিন পুরস্কৃত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, ‘ওঁরা জীবন বাজি রেখে বাঘ ধরতে সাহায্য করেছে। ওঁদের পুরস্কার দেওয়া হোক।
সুন্দরবনের কুলতলির বাঘ ৬ দিন ধরে কার্যত নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বন দফতরকে। কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না। অথচ বেশ টের পাওয়া যাচ্ছিল তার উপস্থিতি। ঘন ঘন গর্জনে কেঁপে উঠছিল লোকালয়। বাঘ ধরার জন্য টোপ দিয়ে পটকা ফাটিয়ে নানারকম ফন্দি এঁটেছিলেন বনকর্মীরা। তবে সাফল্য আসছিল না কিছুতেই। অবশেষে মঙ্গলবার ধরা পরে কুলতলির সেই ত্রাস।
বহু মানুষ বাঘ ধরার এই অভিযান দেখতে জড়ো হয়েছিলেন। লঙ্কাবোমা ফাটিয়ে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে সেই বাঘকে ঘায়েল করা হয়েছে। বুধবার সকালে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে।
এদিন সেই অভিযানকেই মান্যতা দিতে চাইলেন মমতা। প্রশাসনিক বৈঠকে বললেন, ‘কুলতলিতে যাঁরা বাঘ ধরেছেন তাঁরা খুব ভাল কাজ করেছেন। আমি মুখ্যসচিবকে বলব ওঁদের অ্যাওয়ার্ড দেওয়ার কথা’। বনকর্মী এবং পুলিশ এই পুরস্কার পাবেন বলে জানা গেছে।