মেয়র হয়ে পুর পরিষেবার ওপর কলকাতাবাসীর আস্থা বাড়াতে কলকাতা পুরসভা ‘টক টু মেয়র’ কর্মসূচী চালু করেছিলেন তিনি। যা যথেষ্ট সাফল্য পেয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দফায় কলকাতার মেয়র হতে চলেছেন ফিরহাদ হাকিম। আর তার পরেই শহরবাসীর মন বুঝতে ফের চালু হয়ে যাকে টক টু মেয়র।
প্রসঙ্গত, মেয়র হিসেবে কলকাতা পুরসভার দায়িত্ব নেওয়ার পরই নাগরিক পরিষেবায় এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। নিজেদের অভাব-অভিযোগ, অসুবিধা-সুবিধা, সমস্যার কথা জানার ও তৎক্ষণাৎ সমাধানের জন্য টক টু মেয়র পরিষেবা চালু করেছিলেন ফিরহাদ হাকিম। কলকাতার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার মানুষ এই সূত্র ধরেই সরাসরি মেয়রের সঙ্গে কথা বলে উপকৃত হয়েছিলেন।
এবার মেয়র হিসেবে তাঁর দ্বিতীয় দফাতেও একইভাবে চালু থাকবে টক টু মেয়র। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচী হত। সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হয়ে যেতে পারে।