প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি বলেছিলেন, ভারতকে সাড়ে তিনশোর মধ্যে আটকে রাখতে হবে। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখায় ভারত। দিনের শেষে ভারত করেছিল ৩ উইকেটে ২৭২ রান। দ্বিতীয় দিন বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি। বরুণদেবতার চোখরাঙানিতে দ্বিতীয় দিন ভেস্তে যায়।
তৃতীয় দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩২৭ রানে। মঙ্গলবার মাত্র ৫৫ রান জুড়লেন ভারতের ব্যাটাররা। দিনের শুরু থেকেই উইকেট পড়ল ভারতের। যে এনগিডি প্রথম দিনের শেষে বলেছিলেন, ভারতকে সাড়ে তিনশোর মধ্যে আটকে রাখতে পারলে দারুণ লড়াই হবে, সেই তিনিই নিলেন ৬টি উইকেট। কাগিসো রাবাদা নেন তিনটি উইকেট।
ভারতের এই পতন দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, অস্ট্রেলিয়া মাত্র তিনদিনে শেষ করে দিয়েছে ইংল্যান্ডকে। ভারতও শক্তিশালী জায়গা থেকে ধসে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ব্যাট করতে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের গোলাগুলি সামলাতে হচ্ছে।
প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। জশপ্রীত বুমরার বলে তাঁকে তালুবন্দি করেন পন্থ। দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে শেষ করতে হলে দ্রুত উইকেট তুলতে হবে ভারতীয় বোলারদের।
প্রথম দিন লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১২২ রানে অপরাজিত ছিলেন দিনের শেষে। তাঁর ব্যাট থেকে আরও বড় রান আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু এদিন মাত্র এক রান জোড়েন লোকেশ রাহুল। রাবাদা ফেরান তাঁখে।
অজিঙ্ক রাহানে ৪০ রানে অপরাজিত ছিলেন প্রথম দিনের শেষে। এদিন মাত্র ৮ রান করেন তিনি। বাকিরা শুধু এলেন আর গেলেন। পন্থ, অশ্বিন, শার্দূল, মহম্মদ শামি, সিরাজ কেউই দু’ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। জশপ্রীত বুমরা কেবল ১৪ রান করেন।