দিল্লীতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। হাতে পোস্টার নিয়ে বর্ধমান হাসপাতালের জরুরি বিভাগের সামনে আন্দোলন করছেন ডাক্তাররা।
আন্দোলনকারীদের দাবি, দিল্লীতে তাঁদের সতীর্থদের ওপর অন্যায়ভাবে লাঠি চালিয়েছে পুলিশ, আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। এর প্রতিবাদেই রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা।
ডাক্তার-বিক্ষোভে যখন উত্তাল দিল্লি, তখন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররাও আন্দোলনে সামিল হন। তাঁদের অভিযোগ, প্রতিবাদ মিছিলের সময় অন্যায় ভাবে হামলা চালিয়েছে পুলিশ। মহিলা চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। প্রতিবাদ করেও লাভ হয়নি। সরকার কোনও কথা কানেই তুলতে চাইছে না।
তবে আন্দোলনকারীদের দাবি, জরুরি বিভাগের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক আছে। কিন্তু তাঁদের দাবি না মানা হলে, এই আন্দোলন চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।