মাত্র কয়েদিন আগেই কোচবদল হয়েছে এটিকে মোহনবাগানের। আন্তোনিও হাবাসের জায়গায় কোচ হিসেবে এসেছেন জুয়ান ফেরান্দো। এবার কোচ বদল প্রায় পাকা লাল-হলুদ শিবিরেরও। ক্লাব সূত্রে খবর, মঙ্গলবারই সরকারি ভাবে ঘোষণা করা হতে পারে যে দলের কোচ হিসেবে আর থাকছেন না ম্যানুয়েল দিয়াজ। চলতি মরসুমে আইএসএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। আট ম্যাচে চার হার ও চার ড্র করে লিগ তালিকায় সবার শেষে রয়েছে লাল-হলুদ। দলের এই শোচনীয় পারফরম্যান্সের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে কোচের দিকেও আঙুল তুলেছেন সমর্থকরা। ম্যানেজমেন্টের সঙ্গে দিয়াজের সম্পর্কও একদমই ভাল নয় বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, নতুন কোচের নামও খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে। এখনও ক্লাবের তরফে কারও নাম জানানো না হলেও সূত্রের খবর, দৌড়ে এগিয়ে রয়েছেন আলেসান্দ্রো মেনেন্দেসের সহকারী মারিও রিভেরা। অল্প কয়েক দিনের জন্য দলের কোচও হয়েছিলেন তিনি। এ ছাড়া এলকো শাতোরির সঙ্গেও কথা চলছে বলে খবর। মোহনবাগানের ক্ষেত্রে হাবাস পদত্যাগ করলেও ক্লাবের অন্দরের খবর, খারাপ পারফরম্যান্সের জন্য ছাঁটাই করা হয়েছে তাঁকে। ইস্টবেঙ্গল কোচ দিয়াজের ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে।
