তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন সৈনিক তিনি। তিনবারের মন্ত্রী যেমন, তেমনি একাধিকবার কলকাতা পুরসভার কাউন্সিলরও হয়েছেন। দল ও প্রশাসনিক স্তরে সামলেছেন বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র হয়েই ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, কর্পোরেশন তাঁর বেশি পছন্দের জায়গা। কারণ এখানে সরাসরি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
এদিন দ্বিতীয়বার মেয়র হিসেবে যেখানে শপথ নেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘এত বড় জয়ের পর মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সকলকে লড়তে হবে। সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নপূরণ করতে হবে।’ শপথ গ্রহণের পর ফিরহাদ জানান, ‘আমরা মমতা বন্দ্য়োপাধ্যায় স্বপ্নের কলকাতা গড়ব। আমরা সবাই সেবক, আমি হলাম প্রধান সেবক। নেত্রীর স্বপ্নপূরণই টিম কর্পোরেশনের লক্ষ্য। সবাই নিজের ওয়ার্ডের উন্নয়ন করলে, উন্নত কলকাতা হবে।’ তিনি জানান, যখন ডাকি, তখন পাই কাউন্সিলর হতে হবে। যিনি হতে পারবেন, তিনিই শ্রেষ্ঠ কাউন্সিলর হবেন।
