করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার থেকেই জ্বর এসেছিল। সোমবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপরই রাত সাড়ে এগারোটা নাগাদ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।তবে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, রবিবার থেকে তাঁর সর্দি ও জ্বর ছিল, গা ম্যাজম্যাজ করছিল। ফলে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্টে জানা যায় কোভিড পজিটিভ সৌরভ। চলতি বছরের গোড়ার দিকেই হার্টে তিনটি স্টেন্ট বসানো হয়েছিল। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তাঁর। জ্বর-শ্বাসকষ্ট নেই। কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতাও নেই। সৌরভের বাড়িতে অবশ্য মারণ ভাইরাসের প্রবেশ আগেই ঘটেছিল। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেবার সৌরভ-সহ গোটা পরিবারকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। এবার সৌরভ নিজেই করোনার কবলে পড়লেন।
কী ভাবে এবং কোথা থেকে সৌরভ করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিনে তিনি দেশ এবং বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। তবে সৌরভ অসুস্থ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানাক করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।