নতুন বছরের প্রথম চারদিন বন্ধ বেলুড় মঠ করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কারণ সম্পর্কে মঠ কর্তৃপক্ষ কিছু জানায়নি। ফলে কল্পতরু উৎসবের দিন বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না পুন্যার্থীরা। বছরের প্রথম দিন মানেই উৎসব।
ওইদিন আবার কল্পতরু উৎসব-ও বটে। তাই ‘ছুটির দিনে’ কাছেপিঠে বেড়াতে বেরিয়ে পড়ে কলকাতাবাসী। আর তাঁদের পছন্দের তালিকার একেবারে উপরের দিকে থাকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ। কিন্তু নতুন বছরে তাঁদের জন্য ‘দুসংবাদ’ দিল মঠ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে ভক্ত ও দর্শনার্থীদের জন্য দিনের নির্দিষ্ট সময় খোলা ছিল বেলুড় মঠ। সেদিন অন্তত ৬০ হাজার ভক্তের সমাগম হয়। ১ জানুয়ারি অর্থাৎ কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরের পাশাপাশি মঠেও ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা থাকে।
মঠের তরফে জানানো হয়েছে, ৪ তারিখের পর ফের ভক্ত ও পুন্যার্থীদের জন্য খুলে যাবে বেলুড় মঠের দরজা। ৫ জানুয়ারি থেকে নিয়ম মেনে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩-৫ টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন পুন্যার্থী ও ভক্তরা।
বেলুড় মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, ১-৪ জানুয়ারি বন্ধ থাকবে মঠ। ৫ জানুয়ারি থেকে ফের নিয়ম মেনে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে। জানিয়েছেন মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। মনে করা হচ্ছে, নতুন বছরের প্রথম দিন মঠে বহু মানুষের সমাগম হতে পারে। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।