আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশ চওড়া হচ্ছে তার থাবা। এর মধ্যেই সামান্য স্বস্তি দিলে দেশের নিম্নমুখী সংক্রমণ। যদিও চিন্তা বাড়িয়ে ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। এবং এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫৩৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩১৫ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৯ হাজার ৯৯৭ জন। এদিকে, দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ৪৯৫ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ১৪১ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৭৬ হাজার ৭৬৬।