এবার বাংলার গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচী শুরু করতে চলেছে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতর। নতুন এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘জীবন হাব’। এই কর্মসূচীর অধীনে গ্রামীণ এলাকার মানুষ প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাধ্যমে কর্মসংস্থানের বন্দোবস্ত করে দেওয়া হবে। রাজ্যে ৩৪২টি ব্লকেই এই কর্মসূচী চালুর পরিকল্পনা নেওয়া হলেও, ব্লক মারফত গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছানোর চেষ্টা হবে বলেই জানানো হয়েছে। পরীক্ষামূলক ভাবে ‘জীবন হাব’ প্রথম কাজ শুরু করবে খড়দহ বিধানসভার অধীন ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির বিলকিন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এরপরেই কাজ শুরু হবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে। শালবনী ব্লকের অধীন চারটি গ্রাম পঞ্চায়েতকে এ বিষয়ে চিহ্নিত করা হয়েছে। বিলকিন্দা ও শালবনীতে কর্মসূচী সফল ভাবে রূপায়িত হলে, তা রাজ্যে অন্যান্য প্রান্তেও ছড়িয়ে দেওয়া হবে। দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাত জানান, “আমাদের লক্ষ্য প্রতিটি ব্লকের ১০০ জনকে জীবন হাবের আওতায় এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কারণ গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে।” পাশাপাশি মন্ত্রী আরও জানিয়েছেন, দফতরের পক্ষ থেকেই ব্লকে ব্লকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে। প্রশিক্ষণ পাওয়ার পর দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। ‘জীবন হাব’ কর্মসূচী সফল হলে রাজ্যে প্রায় ৩৫ হাজার মানুষের কাজের ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছে দফতর।