অসুস্থ তিনি। জামিন পেতে আদালতে এমন কারণই দেখিয়েছিলেন। অথচ ছাড়া পেয়েই স্বমহিমায় বিজেপি নেত্রী তথা ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। এবার তাঁর ক্রিকেট খেলার ছবি ভাইরাল হতেই হতবাক নেটিজেনরা। যে প্রজ্ঞা হুইলচেয়ার ছাড়া হাঁটাচলা করতে পারেন না, তিনিই কিনা সপাটে ব্যাট চালাচ্ছেন! তা দেখেই চোখ কপালে উঠেছে অনেকের।
মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা। অসুস্থতার জন্য তিনি জামিন পান। হুইল চেয়ারকে সঙ্গী করে যোগ দিতেন দলীয় কর্মসূচীতে। গত নবরাত্রি উৎসবের একটি অনুষ্ঠানে প্রজ্ঞাকে নাচতে দেখে চোখ কপালে ওঠে সকলের। সেই ঘোর কাটতে না কাটতেই তিনি নেমে পড়েন বাস্কেটবল খেলতে। সেই ছবিও ভাইরাল হয়ে পড়ে। এবার ভোপালের শক্তিনগর এলাকায় ক্রিকেট খেলতে সপার্ষদ ক্রিকেট খেলতে দেখা গেল তাঁকে।