একুশের ভোটে ভরাডুবির পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না বঙ্গ বিজেপির। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল। দলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন নেতা-নেত্রীরা। এবার যেমব বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার সভাপতির পদে নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন পাঁচজন বিধায়ক! দলীয় বিধায়কদের এহেন বিদ্রোহে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে বাঁকুড়ার পদ্মফুল শিবিরে। যদিও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ বিজেপির বিদ্রোহী বিধায়করা।
প্রসঙ্গত, গত শনিবার গভীররাতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চার বিধায়ক নির্মল ধাড়া, দিবাকর ঘরামি, হরকালী পতিহার, অমরনাথ শাখা এবং বাঁকুড়া সাংগঠনিক জেলার একমাত্র বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। যা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউ। নীলাদ্রি শেখর দানার কথায়, ‘এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলা যাবে না। বিষয়টা সম্পূর্ণ দলের অন্দরের।’
আবার, ওন্দার বিজেপি বিধায়ক অমর শাখা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে তিনি বেরিয়েছেন একথা ঠিকই। কিন্তু কেন তা প্রকাশ্যে বলতে পারবেন না। পুরসভা নির্বাচনের প্রাক্কালে দলের ভাঙনে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে জেলা নেতৃত্বের। পাঁচ বিজেপি বিধায়কের আচমকা দলের হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে প্রাথমিকভাবে গেরুয়া শিবিরের তরফে কিছু না জানান হলেও সাংগঠনিক রদবদল নিয়ে মনোমালিন্যই যে তার কারণ সে কথা বলাই বাহুল্য।