রাজ্যপালের কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যা পাঠানো হচ্ছে রাজভবন তা আটকে রাখছে। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে কার্যত অসহযোগিতার অভিযোগ তুলেছেন মমতা।
এদিন লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে বৈঠক ছিল বিধানসভায়। লোকায়ুক্ত কে হবেন তা ঠিক করেন বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীর কমিটি। আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঠিক করেন তিন জন—মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং স্পিকার। দুটি বৈঠকেই এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির ছিলেন না।
তা নিয়ে স্পিকার যেমন ক্ষুব্ধ তেমন মমতার ক্ষোভ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকায়। তাঁর কথায়, তথ্য কমিশনার নিয়োগের ফাইল কবে থেকে রাজভবনে পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এও বলেন, এই বিষয়গুলি ঠিক করা হয় সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে। আমি কী বলব, কিচ্ছু বলার নেই।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘প্রত্যেককেই সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হয়। আমি আমার কাজ করব, উনি ওঁর কাজ করবেন…!’ এরপর আর কিছু বলেননি মমতা। তবে বুঝিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজের কাজ করলেও রাজ্যপাল তাঁর সাংবিধানিক এক্তিয়ার মেনে কাজ করছেন না।