এবার দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার অন্তর্গত রাধানগর এলাকায় ছড়াল চাঞ্চল্য। দল বেঁধে তৃণমূল নেতাকে খুনের ছক কষেছিল কিছু দুষ্কৃতী। সন্দেহ হওয়াতে পুলিশ তাদের চারজন করে তাড়া করে ধরে ফেলে। তাদের কাছ থেকে দু’টি বন্দুক ও ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি ফোন, দুটি বাইক ও একটি হাঁসুয়া পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ধৃতরা মূলত সুপারি কিলার। যুব তৃণমূলের নেতাকে হত্যা করার জন্য কেউ বা কারা তাদের বরাত দিয়েছিল। কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় তারা।
স্থানীয় পুলিশ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কাশিপুরের শোনপুরে রবিবার দিবারাত্রি ফুটবল খেলা ছিল। সেখানে হাড়োয়ার বাসিন্দা এক যুব নেতা উপস্থিত ছিলেন। এদিকে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, রাধানগর এলাকায় ওই যুব নেতাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। সেই মতো রীতিমতো অস্ত্র নিয়ে তারা সুযোগের অপেক্ষা করছিল। ওই যুবনেতার গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। এদিকে বাইক নিয়ে বার বার তাদের আনাগোনা দেখে সন্দেহ হয় পুলিশেরও। পুলিশও ওই যুবকদের গতিবিধির উপর পালটা নজর রাখতে শুরু করে। এরপর পুলিশও বাইক নিয়ে তাদের তাড়া করে। পরে বিশাল পুলিশ বাহিনী আচমকাই তাদের ঘিরে ফেলে। এরপর তাদের গ্রেফতার করা হয়। প্রশ্ন উঠছে, এই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেয়েছিল? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।