নতুন বছরেই বস্ত্রশিল্পে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ১ জানুয়ারি থেকেই বৃদ্ধি হবে জিএসটি। আর এতেই চোখে অন্ধকার দেখছেন অনেক ছোট শিল্পীরাই। মোদী-সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় এ বার টুইট করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।
টুইটে অমিত মিত্র দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কার্যকরী হলে দেশের প্রায় দেড় কোটির বেশি মানুষ কর্মচ্যুত হবেন। কোভিড পরবর্তী সময়ে এমনিতেই কাজ হারিয়েছেন অনেকে। সেখানে আবারও জিএসটি বসালে উৎপাদন বন্ধ হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অমিত।
টুইটে তিনি লিখেছেন, ‘ মোদী সরকার ১ জানুয়ারি আরেকটি ভুল পদক্ষেপ করবে। বস্ত্রশিল্পের ওপর জিএসটিবাড়িয়ে পাঁচ শতাংশ থেকে ১২ শতাংশ করা হচ্ছে। ফলেদেড় কোটি মানুষের চাকরি চলে যাবে এবং একলক্ষ ইউনিট বন্ধ হয়ে যাবে। মোদীজি, এখনই একটি জিএসটি কাউন্সিলের সভা ডাকুন এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষের মাথায় এই ঘাতক তরবারি পড়ার আগে সিদ্ধান্ত বদলে দিন’।
অমিতের টুইটের পক্ষে মন্তব্য করেছেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, ‘অমিতবাবু একদম ঠিক কথা বলেছেন। আসলে বস্ত্রশিল্পে জিএসটি বাড়লে কনজিউমারই তো কমবে। কাপড় তো কিনবেন আমার-আপনার মতো সাধারণ মানুষ। জিএসটি বাড়লে আমরা কি কিনতে যাব! তাহলে অনেক ছোট ছোট বুটিক যাঁরা নতুন করে ব্যবসা শুরু করেছিলেন তাঁরা আর ব্যবসা করতে পারবেন না’।