রাজ্যে লোকায়ুক্ত নিয়োগ করল মমতা সরকার। সোমবার বিধানসভায় সরকার ও বিরোধী বিধায়করা আলোচনাক্রমে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নাম চূড়ান্ত করেন। রাজ্যপালের কাছে এই নাম পাঠানো হবে। তিনি সম্মতি দিলেই আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হবেন লোকায়ুক্ত।
সোমবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর নাম প্রস্তাব করে সরকার। কমিশনের সদস্য হলেন শিবকান্ত প্রসাদ। তাঁদের নামও পাঠানো হবে রাজভবনে। রাজ্যপাল নিয়োগের চূড়ান্ত সম্মতি দিলেই আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোর নিয়ম। সংবিধানে সেটাই বলা আছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘জাতীয় মানবাধিকার কমিশনের যে নিয়ম সেটাই আমরা মেনে চলি’।
প্রসঙ্গত, এই কমিটির সদস্য হলেন, মুখ্যমন্ত্রী, বিধানসভায় অধ্যক্ষ, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী। কিন্তু এদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।