এবার বাংলার অনূর্ধ্ব-২০ দাবা প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম হলেন সংকেত চক্রবর্তী। অন্যদিকে, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বৃষ্টি মুখোপাধ্যায়। সাত পয়েন্ট পেয়েছেন সংকেত। বৃষ্টি সাড়ে সাত পয়েন্ট পেয়েছেন। গোটা রাজ্য থেকে দু’শোর বেশি ছেলে-মেয়ে অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে সেরার শিরোপা উঠেছে দু’জনের মাথায়। ‘সারা বাংলা দাবা সংস্থা’র তরফে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। করোনার পরে এই প্রথম মুখোমুখি বসে খেললেন প্রতিযোগীরা।
প্রসঙ্গত, গত ২৩শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬শে ডিসেম্বর শেষ হয় প্রতিযোগিতা। ছেলেদের মধ্যে দ্বিতীয় হয়েছেন রূপম মুখোপাধ্যায়। তৃতীয় আয়ুষ ঝা ও চতুর্থ অরিত্র পাল। মেয়েদের মধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ যথাক্রমে সিন্থিয়া সরকার, মৃত্তিকা মল্লিক ও শ্রীতমা সেন। এই আট প্রতিযোগী আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন দেশের দ্বিতীয় তথা বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তিনি বলেন, “তরুণদের মধ্যে এই উচ্ছ্বাস দেখে খুবই ভাল লাগল। যারা প্রথম চারে থাকল তাদের অভিনন্দন। আগামী দিনে জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব করবে ওরা। আশা করছি জাতীয় স্তরেও বাংলার ঘরে পুরস্কার আসবে। আগামী দিনে আরও অনেকে দাবা নিয়ে উৎসাহী হবে, এই আশা করি।”