মাদার টেরিজা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্র। সোমবার নয়া দিল্লী থেকে এই খবর মিলেছে। তবে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কলকাতায় সংগঠনের সদর দফতর মাদার হাউজ।
সপ্তাহদুয়েক আগে গুজরাতের ভদোদরায় মিশনারিজ অফ চ্যারিটির শাখায় জোর করে হিন্দু তরুণীদের ধর্মান্তরণ ও হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের হয় শহরের মকরপুরা থানায়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছিল মিশনারিজ অফ চ্যারিটি। এদিনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না তা জানা যায়নি।
কেন মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন ফ্রিজ হয়েছে তা জানায়নি কেন্দ্র। মিশনারিজ অফ চ্যারিটির বিভিন্ন কেন্দ্রে প্রায় ২২ হাজার আবাসিক থাকেন। তাঁদের চিকিৎসা ও ভরনপোষণ সম্পূর্ণভাবে নির্ভরশীল সংস্থার ওপর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় তাদের জীবনধারণে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘ক্রিসমাসে এমন খবর শুনে স্তম্ভিত। মাদার টেরিজার মিশনারি অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্র। ২২ হাজার আবাসিক-কর্মী খাবার ও ওষুধ ছাড়াই পড়ে থাকবেন! আইন সবার উপরে। কিন্তু মানবিকতার সঙ্গে আপোষ করা উচিত নয়’।