একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে শুরু হয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বারবারই প্রকাশ্যে এসে পড়ছে দলের অন্তর্কলহ ও নেতা-নেত্রীদের মধ্যে চুলোচুলির খবর। এবার যেমন বনগাঁর বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য ও বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অনুগামী ও স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালোপুর এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সন্ধেয় বনগাঁর কালপুরে বিজেপির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বনগাঁর পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুর ও কালপুর পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী লতিকা সুর সেখানে যান। অভিযোগ, সেই সময় কালুপুর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ-সহ স্থানীয় বিজেপি নেতা ও বিধায়কের অনুগামীরা তাঁদের বেধড়ক মারধর করে। ফেলে দেওয়া হয় সিঁড়ি থেকে। লতিকাদেবীর বুকে, মাথায় ও পিঠে গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে মুখ পড়েছে গেরুয়া শিবিরের।