মোদী সরকারের আনা নয়া ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লী সীমান্তে টানা একবছর ধরে আন্দোলন চালিয়েছিলেন দেশের অন্নদাতারা। চাপের মুখে নতিস্বীকার করে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই তিনটি আইন প্রত্যাহারের ঘোষণা করেন। কিন্তু শুক্রবার মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ঘোষণা, আগামী দিনে ফের কৃষি বিল পেশ করা হতে পারে! তাঁর বক্তব্য, ‘কয়েকজন সমালোচকের জন্য কৃষি বিলটি বাতিল করতে হয়েছে। আগামী দিনে ফের কৃষি আইন সংশোধনের চেষ্টা হতে পারে।’
মন্ত্রীর কথায়, ‘আমরা কৃষি আইন সংশোধন করেছিলাম। কিন্তু কেউ কেউ নতুন আইন পছন্দ করেনি। স্বাধীনতার ৭০ বছর বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষি আইন সংশোধন করা হয়েছিল।’ এর পরেই তোমর বলেন, ‘সরকার হাল ছাড়েনি। আমরা এক ধাপ পিছিয়েছি। কিন্তু আবার আমরা এগোব। কারণ কৃষকরাই ভারতের অর্থনীতির মেরুদণ্ড।’ একইসঙ্গে ফের কৃষিতে বেসরকারি বিনিয়োগের কথাও বলেন মোদীর মন্ত্রী। তাঁর এ হেন মন্তব্যের পরেই ফের সিঁদূরে মেঘ দেখছেন কৃষকরা।
