গত জুলাই মাসে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এরপরে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। অবশেষে শুক্রবার পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করে তৃণমূলে যোগ দিয়েছেন বিনয় তামাং। জিটিএ নির্বাচনের আগেই কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু এবং মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন একদা অনিত ঘনিষ্ঠ প্রাক্তন জিটিএ চেয়ারম্যান। আর তারপরই মুকে কুলুপ এঁটেছেন প্রাক্তন সতীর্থ অনিত থাপা। তৃণমূলের সঙ্গে সদ্ভাব রেখেই চলেন অনিত। এবার যাঁর সঙ্গে বিরোধ সেই বিনয় তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর ভবিষ্যত কী হবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অনিতের সাথে মতবিরোধ করে মোর্চা ছেড়েছিল বিনয় তামাং। তারপর থেকেই বেশ কয়েকদিন নিষ্ক্রিয় ছিলেন বিনয়। তিনি জানিয়েছিলেন তার তৃতীয় অধ্যায় শুরু হবে নতুন ভাবে। অবশেষে তৃণমূলেই তার শুরু হলো তৃতীয় অধ্যায়। শুক্রবার তৃণমূলে সরকারিভাবে যোগ দিলেন খোদ বিনয় তামাং। একই সঙ্গে এদিন তৃণমূলের দলীয় পতাকা তুলে নিতে দেখা গেছে গত ১০ বছরের কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক ডক্টর রোহিত শর্মাকে। যদিও, গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, বিনয় তামাং ও রোহিত শর্মার তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত। এই ব্যাপারে গোর্খা জনমুক্তি মোর্চার কোনও কিছু বলার নেই। তবে তাদের নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা রইল। আমরা গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলের সঙ্গে রয়েছি।