বিরোধী নেতা-নেত্রীই হোক বা কোনও বিশিষ্টজন— সৌজন্যতায় কোন ত্রুটি রাখেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও অন্যথা হল না তার। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের তরফে কী কী পরিকল্পনা করা হবে তা নিয়ে আলোচনার জন্য নবান্নে বিশিষ্টজনদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। যাতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
বৈঠকে বসার ব্যবস্থা ছিল এইরকম— প্রথম সারিতে মন্ত্রীরা। তার পরের সারিতে বিশিষ্টরা। মহারাষ্ট্রনিবাস থেকে মুখ্যমন্ত্রী নবান্নে পৌঁছে দেখেন সামনে আলো করে বসে আছেন বিভিন্ন দফতরের মন্ত্রীরা। সঙ্গে সঙ্গে তিনি বলেন, এই তোমরা পিছনে যাও। যোগেনদারা সামনে আসুন। মুখ্যমন্ত্রী বোঝাতে চান, বিশিষ্টদের তিনি ডেকেছেন। তাঁরা অতিথি। তাঁদের সামাজিক মর্যাদাও অনেক উঁচু। তাই সামনে তাঁদেরই বসা উচিত। এরপরেই আসন বদল হয়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে বিশিষ্টজনদের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখছে সব মহল।
