‘রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে লগ্নি আসছে। তার কারণ এই রাজ্য এখন অনেক বেশি শিল্পবান্ধব। পরিস্থিতি লগ্নির অনুকূল’। বিএনসিসিআই-এর ট্রেড ফেয়ারে মন্তব্য রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকের।
বৃহস্পতিবার বণিকসভা বিএনসিসিআই-এর ৩৪ তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে মলয়বাবু বলেন, ‘এই রাজ্য বহু ক্ষেত্রে এখন এক নম্বরে। শিল্পের পরিস্থিতি ভাল বলেই প্রতি বছর লগ্নি বাড়ছে। ভিনরাজ্য তো বটেই, বহুজাতিক সংস্থার লগ্নিও আসছে। কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বর্তমান সরকারের সময়ে’।
ওই মঞ্চে দাঁড়িয়েই দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘শিল্পের অনুমতি পেতে এখন বিভিন্ন দফতরে ছুটে বেড়াতে হয় না। শিল্প দফতর অত্যন্ত সক্রিয় এবং সহযোগী’। দুই মন্ত্রী তুলে ধরেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর ইতিবাচক ভূমিকার কথা। ছিলেন বিএনসিসিআই-এর সভাপতি অর্পণ মিত্র, সহ-সভাপতি দেবাশিস দত্ত ও কোষাধ্যক্ষ অশোককুমার বণিক।
এদিন অর্পণবাবু বলেন, ‘গত বছরও আমরা এমন আয়োজন করেছিলাম। আগামী দিনে আরও বড় আকারে এই মেলা হবে’। উপস্থিত ছিলেন দুই রাষ্ট্রের দূত ও এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন। ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। রাজারহাটে বিএনসিসিআই-এর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মেলার। এখানের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনেই অবশ্য ট্রেড ফেয়ারে চাঁদের হাট।