পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং। দুপুর দুটোয় ক্যামাক স্ট্রিটের একটি হোটেলে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন বিনয়ের সঙ্গেই তৃণমূলে যোগ দেন আরও এক মোর্চা নেতা রোহিত শর্মাও।
এদিন সকালেই কলকাতায় পৌঁছন বিনয় তামাং এবং রোহিত শর্মা। বিনয় গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাপতি ছিলেন। সঙ্গে জিটিএ-এর প্রাক্তন চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। রোহিত শর্মা কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক। জিটিএ নির্বাচনের আগেই পাহাড়ের এই দুই নেতার যোগদানে নিঃসন্দেহে তৃণমূলের শক্তি বাড়ল।
তৃণমূলে যোগ দিয়ে বিনয় তামাং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিলই। উনি একজন ডায়ানামিক লিডার। এক সময় স্থানীয় পার্টি করতাম। এখন জাতীয় দল করে মানুষের সেবা করতে চাই। আমরা চাই ২০২৪ সালে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে’।
গোর্খাল্যান্ড একটি সাংবিধানিক ইস্যু বলে এদিন তুলে ধরেন বিনয় তামাং। তাঁর দাবি, ‘ভারতীয় জনতা পার্টি এই ইস্যুকে ললিপপ করে তিনবার সাংসদ জিতিয়ে নিয়ে গেল। এই ইস্যুকে নিয়ে আমাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে গিয়েছে। এটা রাজ্যের বিষয় না। আলাদা রাজ্যের বিষয় নয়। আমরা চাই সকলে মিলেমিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের উন্নয়ন করতে। শিক্ষা হোক বা স্বাস্থ্য বা পর্যটন। যেখানেই আমরা কাজ করতে পারি, সেখানে কাজ করব। এই জন্য সর্বভারতীয় দল তৃণমূলে যোগ দিয়েছি’।