একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যেই এবার তৃণমূলের পাখির চোখ গোয়া। যদিও সেখানে একের পর এক বাঘা বাঘা সংস্থার করা প্রাক ভোট সমীক্ষায় বলা হয়েছে, গোয়ায় এবারের নির্বাচনে তৃণমূল কোনও প্রভাব ফেল পারবে না। কিন্তু সেই সমীক্ষার ফলাফল কোনও গুরুত্ব না দিয়েই দ্বীপরাজ্যে গৃহলক্ষ্মী কার্ডের রেজিস্ট্রেশনের কাজ শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এর জন্য আলাদা একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে।
গোয়ায় তৃণমূল আগেই গৃহলক্ষ্মী কার্ডের জন্য প্রতিশ্রুতি দিয়েছে। যা নিয়ে প্রচারও চলছে। সেই প্রচার নিয়েই তৃণমূলের তরফে ৪৯ সেকেন্ডের একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেখানে ঘাসফুল শিবিরের স্বপ্নের প্রকল্পের প্রচারকে তুলে ধরা হয়েছে। এই কার্ডের প্রচার নিয়ে তৃণমূল যে পশ্চিম উপকূলের সব থেকে ছোট রাজ্যে সমাজের সব ধরনের মহিলার কাছে যাচ্ছে সেই ছবিই রয়েছে ওই ভিডিওতে। তৃণমূলের তরফে গৃহলক্ষ্মী কার্ডের জন্য সাধারণ মানুষের নথিভুক্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটে নিজের ১০ অঙ্কের মোবাইল নম্বর দিয়ে প্রথমে নথিভুক্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে নির্দিষ্ট কিছু তথ্যও দিতে হবে। তারপরেই গৃহলক্ষ্মী কার্ডও পাওয়া যাবে বলেই জানানো হয়েছে ওয়েবসাইটে।
