বরাবরই দলের প্রমিলা বাহিনীকে বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের পর মন্ত্রিসভা গঠনেও নারী শক্তির ওপরই আস্থা রেখেছেন তিনি। এবার কলকাতার বোরো চেয়ারম্যান নির্বাচন থেকে কলকাতা পুরসভার বোর্ড গঠনেও তারই নজির রাখলেন তিনি। কলকাতার ১৬ টি বোরোর মধ্যে ১০টি বোরোতেই চেয়ারম্যান নির্বাচিত হলেন মহিলা।
নব নিযুক্ত বোর্ডের বোরো চেয়ারম্যান হলেন, সাধনা বোস, অনিন্দ্যকিশোর রাউত, শুক্লা ভোঁড়, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্য, চৈতালি চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, তারকেশ্বর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, রত্না শূর, সংহিতা দাস, রঞ্জিত শীল, সুদীপ পোল্লে। ১ নম্বর বরো কমিটির দায়িত্বে তরুণ সাহা, ২ নম্বর বরো সামলাবেন শুক্লা ভোঁড়, ৩ নম্বর বরো অনিন্দ্যকিশোর রাউত, ৪ বরোয় সাধনা বোস, ৫ বরো রেহানা খাতুন, ৬ বরো সানা আহমেদ, ৭ বরো সুস্মিতা ভট্টাচার্য, ৮ বরো চৈতালী চট্টোপাধ্যায়, ৯ বরো দেবলীনা, ১০ বরো জুঁই বিশ্বাস, ১১ বরো তারকেশ্বর চক্রবর্তী, ১২ বরো সুশান্ত ঘোষ, ১৩ রত্না শূর, ১৪ বরো সংহিতা দাস, ১৫ বরো রঞ্জিত শীল, ১৬ বরো সুদীপ পোলে।
মমতা বলেন, ‘আমাদের ১৬টা বরোর মধ্যে ১০টি বরো কমিটির চেয়ারম্যানই মহিলা। এটা মহিলাদের এমপাওয়ারমেন্টের একটা প্রকাশ। খুব ভাল করে কাজ করুন। খুব ভাল থাকুন। এবার আনুষ্ঠানিকভাবে শপথের যে বিষয়গুলি আছে, সেগুলি সেরে ফেলতে হবে।’ তৃণমূল নেত্রী আরও বলেন, ‘১৩৪ জন কাউন্সিলরকেই আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেদিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটাই উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। অনেকের কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের ওপর আস্থা রেখেছেন। সেই দাম দিতেই হবে।’