এবার অযোধ্যার জমি-বিতর্ক প্রসঙ্গে সরাসরি বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গেরুয়াশিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, “হিন্দুরা সত্যের পথ দেখায়। আর হিন্দুত্ববাদীরা ধর্মের নাম করে লুঠ করে।” অযোধ্যায় রাম মন্দিরের চারপাশে যেভাবে জলের দরে জমি কেনা হচ্ছে তা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশে। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেন রাহুল। প্রসঙ্গত, রামমন্দির সংলগ্ন এলাকায় জমি কেনার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। দলিত গ্রামবাসীদের জমি জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে। এই তথ্য গতকাল প্রকাশ্যে আনে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। তারপরেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ, অযোধ্যার রামমন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে জমি কেনার তালিকায় রয়েছে বিজেপি বিধায়ক থেকে শুরু করে পুলিশ অফিসাররাও।
উল্লেখ্য, জেলা শাসক-এসডিও-বিডিও থেকে শুরু করে ব্যরোক্র্যাটরাও নিজেদের আত্মীয়দের নামে জমি কিনতে শুরু করেছেন সেখানে। কয়েক একর জমি ৩২ থেকে ৩২ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে রাজনৈতিক মহলে। গতকালই এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অযোধ্যায় যেভাবে জলের দরে জমি বিক্রি হচ্ছে তা নিয়েই তীব্র নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে অমেঠিতে প্রচারে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র নিশানা করে বলছিলেন, দেশবাসীর সব সমস্যার মূলে রয়েছে হিন্দুত্ববাদীরা। তাঁদের জন্যই অগ্নিমূল্য বাজার, কর্মসংস্থানের অভাব। তাঁরাই ধর্মের নাম করে মানুষকে লুঠ করেন বলে সরাসরি অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
পাশাপাশি, পাঞ্জাবে পর পর দুটি গণপিটুনির ঘটনা নিয়েও মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা। টুইটে তিনি লিখেছিলেন ২০১৪ সালের আগে দেশে গণপিটুনি শব্দটার সঙ্গে কেউ পরিচিত ছিল না। ২০১৪ সালের পরেই দেশে গণপিটুনির ঘটনা বাড়তে শুরু করে বলে মোদী সরকারকে কটাক্ষ করেন তিনি।
