কলকাতা পুরভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপির। দ্বিতীয়ও নয় তৃতীয় স্থান পেয়েছে তারা। আর ফলপ্রকাশের পরই টুইটে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছেন তথাগত রায়। একইভাবে নিশানা করলেন তৃণমূলকেও। তাঁর কথায়, তৃণমূলের চুরমার হয়ে যাওয়া অবশ্যাম্ভাবী!
বিষয়টা ঠিক কী? পুরভোটের ফল স্পষ্ট হওয়ার পর ২২ ডিসেম্বর বিজেপিকে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। লিখেছিলেন, ‘প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল’। যা নিয়ে সমালোচনা করেছিলেন অনেকেই। তার পরিপ্রেক্ষিতে আরও একটি টুইট করেছিলেন বিজেপি নেতা। লিখেছিলেন, ‘প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য’।
এই নিয়েও পাল্টা টুইট করেন অনেকে। তথাগতের টুইটের উত্তরে এক ব্যক্তি লেখেন, ‘এত ভেঙ্গে পড়বেন সিপিএম হারবে কেউ ভেবেছিলো’? বৃহস্পতিবার সেই টুইটের উত্তরে একরাশ হতাশা প্রকাশ করলেন তথাগত। এদিন তিনি লিখেছেন, ‘আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা’।