পুরযুদ্ধের ময়দানে নেমে ফের জিতেছেন তিনি। শুধু জিতেছেন বলা ঠিক নয়। বলা ভাল, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন। সংখ্যার নিরিখে পিছনে ফেলে দিয়েছেন দলের তাবড় তাবড় তারকা প্রার্থীদেরও। তবে ভোটের দিন থেকে বিরোধীরা নানা অভিযোগ তুললেও তিনি সে সবে কান দিতে নারাজ ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এত বড় ব্যবধানে জয়ের পিছনে কারণ বিপুল জনসমর্থনই।
পুরসভার ১২ নম্বর বরোর ওই ওয়ার্ডে ৩৭ হাজারেরও বেশি ভোটে বিরোধী প্রার্থীকে পিছনে ফেলেছেন অনন্যা। যদিও ভোটের দিনেও ওয়ার্ডের বিভিন্ন বুথে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়া থেকে ভয় দেখানো, ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তবে সব অভিযোগই উড়িয়ে দিচ্ছেন অনন্যা। তাঁর সাফ কথা, ‘শুধু ছাপ্পা দিয়ে ৩৭ হাজারের বেশি ভোটে জেতা যায় না। সব ভোটই কি আর ছাপ্পা দেওয়া যায়? জনসমর্থন আছে বলেই আমি বিপুল ভোটে জিতেছি।’
আবার বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মিস কলকাতার জবাব, ‘কোন বুথে বিরোধীরা এজেন্ট দিতে পারলেন, কোথায় পারলেন না, সেটা দেখা তো আমার কাজ নয়। বিরোধীদের হয়ে আমি কি এজেন্ট খুঁজে বসিয়ে দেব?’ এখানেই শেষ না করে তিনি বলেন, ‘ভোট শেষ। আমি জয়ী হয়েছি। মানুষ আমাদের বিপুল ভাবে সমর্থন করেছেন। এখন আমি সবার কাউন্সিলর।’