একদিকে যেমন কলকাতা পুরসভায় সবুজ সুনামি হয়েছে। তেমনি ৮২ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি নিজেও। আর সেই আনন্দ নিজের নাতি-নাতনিদের সঙ্গেই ভাগ করে নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ কলকাতার ভাবী মেয়র হিসেবেও এগিয়ে রয়েছেন তিনি৷ কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, ভোটের আগে ফিরহাদ নিজেই জানিয়েছিলেন, গতবারের থেকে জয়ের ব্যবধান বাড়ানোই একমাত্র লক্ষ্য তাঁর৷ যেমন কথা তেমনি কাজ। নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে ১৪,৯১৬ ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ৷ একাই পেয়েছেন ৭৯ শতাংশের বেশি ভোট৷ গতকাল জয়ের পরই তিনি বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতাদির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’
শুধু তাই নয়, গতকাল নিজের বাড়িতে খোশমেজাজেই দেখা গেল রাজ্যের মন্ত্রীকে৷ নাতনি আয়াতকে কাঁধে তুলে তাঁর নাচার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন ফিরহাদের মেয়ে শাব্বা হাকিম। সঙ্গে শাব্বা লিখেছেন, ‘আজকের জয় উদযাপনে নিজের সবথেকে পছন্দের মানুষের সঙ্গে উদযাপন করছেন ফিরহাদ হাকিম৷’ মঙ্গলবার হুডখোলা বাসে করে নাতনি সাড়ে তিন বছরের আয়াতকে নিয়ে কলকাতা ঘোরাতেও বেরিয়ে পড়েছিলেন ফিরহাদ৷