একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। ইতিমধ্যেই পূর্ব থেকে পশ্চিম ভারতে ‘খেলা’ চলছেই। এবার কি ‘খেলা হবে’ মধ্য থেকে দক্ষিণ ভারতেও? এমন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তামিল মানিলা কংগ্রেসের সভাপতি জি কে ভাসিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে তামিল মানিলা কংগ্রেস সূত্রের খবর। জি কে মুপানরের পুত্র ভাসিনকে তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, দু’টি দলের মধ্যে সংযোগ তৈরি করার। এক কথায় তৃণমূল চায়, তামিল মানিলা কংগ্রেস তাদের সঙ্গে মিশে যাক। বলা হয়েছে, মানিলা কংগ্রেসের বর্তমান নেতারাই লড়বেন। তাঁদের যাবতীয় সহযোগিতা করবে তৃণমূলের রাজ্য শাখা।
সূত্রের খবর, আরও বলা হযেছে, দু’টি দলই ‘টিএমসি’ হিসাবে পরিচিত। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরির সম্ভাবনা কম। রাজনৈতিক শিবিরের বক্তব্য, মুপানরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল মধুর। তবে তৃণমূলের প্রস্তাব নিয়ে ভাসিন এখনও কোনও কথা দেননি বলে তামিল মানিলা কংগ্রেস সূত্রের খবর।
রাজনৈতিক শিবিরের খবর, শুধু তামিলনাড়ুই নয়। ছত্তিসগঢ়েও দলের ‘সম্প্রসারণ’ ঘটাতে উদ্যোগী তৃণমূল। সেই রাজ্যে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা ত্রিভুবনেশ্বর শরণ সিংহ দেও-র সঙ্গে যোগাযোগ করে তৃণমূলে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। আবার, ভোটমুখী রাজ্য মণিপুরে কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান বিধায়কদের সঙ্গেও তৃণমূল যোগাযোগ শুরু করেছে।