ফের কলকাতা পুরসভায় সবুজ সুনামি। ৮২ নম্বর ওয়ার্ডেও বিপুল ভোটে জয়ী হয়েছেন কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। এদিন জয়ের পর তিনি বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতাদির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’ তবে জয়ের আভাস পেয়েই সকালেই বিশেষ বার্তা দিয়ে রেখেছিলেন ফিরহাদ। তিনি বলেন, ‘কলকাতায় এত বড় জয় আগে কখনও তৃণমূল পায়নি। যত বড় জয়, দায়িত্বও বাড়বে তত বেশি। বিধানসভার নিরিখেও ভোট অনেকটাই বেড়েছে। স্বাভাবিকভাবেই মানুষের প্রতি দায়িত্ব আরও বাড়বে।’
শুধু তাই নয়। ক্ষমতায় আসার পর তৃণমূল পুরবোর্ড কী কী কাজ করবে সেই খতিয়ান দিতে গিয়ে ফিরহাদ জানান, নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করবে নতুন পুরবোর্ড। তাঁর কথায়, ‘শহরের নিকাশি পরিষেবার উন্নতি আমাদের প্রাথমিক লক্ষ্য।’ তিনি এ-ও জানান, ২০০টি পাম্পিং স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পুরনো পাম্পিং স্টেশনগুলির ক্ষমতা বৃদ্ধি করা হবে। শহরের বায়ু দূষণ কমাতে সবুজায়ন করা হবে বলেও জানিয়েছেন কলকাতার বিদায়ী মেয়র।