কলকাতা পুরনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেতার পর বিরোধীদের ছাপ্পাভোটের অভিযোগকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত। বলেন, “প্রমাণ করে দেখান ছাপ্পা ভোট হয়েছে। একজনও যদি প্রমাণ করতে পারেন যে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি জেতার পরেও বলছি কাউন্সিলর পদ ছেড়ে দেব।” প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে পা রাখা বাপ্পাদিত্যর। আর সক্রিয় রাজনীতিতে পা রেখেই কার্যত ইতিহাস সৃষ্টি করেন তিনি। স্বাধীনতার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত যে ১০১ নম্বর ওয়ার্ড ছিল বামেদের দখলে সেই ওয়ার্ডেই প্রথমবারের চেষ্টায় বাম দুর্গ ভেঙে দিয়ে নজির গড়েন বাপ্পাদিত্য দাশগুপ্ত। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।
উল্লেখ্য, প্রথমবার কাউন্সিলরের দায়িত্ব পাওয়ার পরেই বাপ্পাদিত্য যেভাবে তাঁর এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছিলেন তাতে মাত্র কয়েক মাসের মধ্যেই রীতিমতো ভোল পাল্টে গিয়েছিল ১০১ নম্বর ওয়ার্ডের। আর তাই এবারের পুরসভা নির্বাচনেও যে ১০১ নম্বর ওয়ার্ড বাপ্পাদিত্যরই থাকছে সেটা অনেক আগে থেকেই এক প্রকার নিশ্চিত ছিল। আজ জয়ী ঘোষিত হবার পরে নিজের এলাকা নিয়ে আরও বেশী সচেতন বাপ্পাদিত্য। জানালেন, “আমার এলাকায় ৭০ শতাংশ কাজ হলেও এখনও ৩০ শতাংশ কাজ বাকি আছে। এখনও বেশ কিছু জায়গায় জলের জোগানের ব্যবস্থা করতে হবে। নিকাশি ব্যবস্থা নিয়েও কাজ করতে হবে আমাদের। আমি স্বীকার করছি আমার এলাকার কয়েকটি জায়গায় আমি এখনও ঢুকতে পারিনি। কিন্তু এবার আর সেইসব কিছু হবে না। খুব শীঘ্রই সব কাজ শেষ হবে।”