মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরভোটের গণনা। তবে গণনা শুরুর পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও কলকাতায় বিজেপির সদর দফতরে দেখা গেল না বিজেপি নেতাদের।
প্রসঙ্গত, তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধী দল। কিন্তু পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা নেই বলে জানিয়ে দেয় কমিশন। সম্ভবত সেই কারণেই দফতরমুখো হননি দলের নেতারা। তবে রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও কেন বিজেপি নেতাদের দফতরে দেখা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকাল থেকে শুধু নিরাপত্তা রক্ষী ছাড়া আর কাউকেই দেখা যায়নি।