কলকাতা পুরনির্বাচনে শোচনীয় হারের পর ফের সরব হলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। নাম মুখে না আনলেও মঙ্গলবার বুঝিয়ে দিলেন, গত বিধানসভা নির্বাচনের সময় যারা দলের দায়িত্বে ছিলেন তাঁদের নেতৃত্ব থেকে সরিয়ে না দিলে বিজেপির অস্তিত্ব সংকট দেখা দেবে বাংলায়। প্রসঙ্গত, পুরভোটের ঢাকে কাঠি পড়ার সময়ই রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি প্রবীণ তথাগত রায় একপ্রকার ভবিষ্যতবাণী করেছিলেন, কলকাতা পুরভোটে মুখ থুবড়ে পড়বে বিজেপি। তাঁর কথা শুনে অনেকে উপহাস করলেও পুরভোটের ফল বলছে পুরোপুরি মিলে গিয়েছে তথাগত ভবিষ্যদ্বাণী।
উল্লেখ্য, গতবারে বিজেপি কলকাতায় ৭টি ওয়ার্ডে জিতেছিল। এবার প্রাক নির্বাচনী সমীক্ষায় ধরা হয়েছিল বিজেপি পেতে পারে ১৩-১৪টি আসন। কিন্তু পাঁচও ছুঁতে পারেনি তারা। তথাগতর মতে, এই বিপর্যয়ের আসল কারণ বিধানসভা ভোটের ফলাফল পর্যালোচনা না করা। ওই ভোটের পর শুধু রাজ্য সভাপতি বদল হয়েছে। নতুন সভাপতি ঘাড়ে একজন চেপে আছেন। তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই পরিস্থিতিতে ঢেলে সাজতে হবে সংগঠন। নতুন সংগঠনে বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা মুখগুলোকে সরিয়ে দিতে হবে। বোঝাই যাচ্ছে তথাগত বলতে চেয়েছেন দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের কথা। বিধানসভা ভোটের সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ।