ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ঘটনায় তিনজনের মৃত্যুর হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। আহতদের হলদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ মকড্রিল চলছিল আইওসিএলের রিফাইনারিতে। সেই সময় রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এলাকায় পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, হলদিয়ার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দমকলে দুটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে তার আগেই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। ঠিক কতজন গুরুতর আহত তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে খবর, হলদিয়া থেকে ৩০ টি অ্যাম্বুলেন্স কলকাতায় আসছে। কলকাতা পুলিশের কাছে গ্রিন করিডরের ব্যবস্থা করে রাখার জন্য বলা হয়েছে। যাঁদের আশঙ্কাজনক অবস্থা, তাঁদের শরীরের কত শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে, তার উপর ভিত্তি করে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে ভরতি করানো হচ্ছে। যাঁদের শরীরের ৭০-৭৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে, তাঁদের রুবি মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৩০ শতাংশ পর্যন্ত যাঁদের শরীর পুড়ে গিয়েছে, তাঁদের মেডিকা, রুবি এবং সিএএমআরআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষ।
এপ্রসঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের জন সংযোগ আধিকারিক অরূপ দাস জানিয়েছেন, “এই অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আজ দুপুর ২.৫০ নাগাদ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়েই একটি ফ্ল্যাশ ফায়ার হয়, এবং তার থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফেও আমাদের সাহায্য করা হয়েছে। কী কারণে এই আগুন লাগল, তা আমরা তদন্ত করে দেখছি। আমাদের প্রাথমিক কাজ কীভাবে মানুষদের বাঁচানো যায়।” এদিন দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, শোকার্ত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “হলদিয়া আইওসির অগ্নিকাণ্ডে গভীরভাবে শোকাহত। তিনটে মূল্যবান প্রাণ নষ্ট হয়েছে। এই বিপদের দিনে মৃতদের পরিবারের পাশে আছি। গ্রিন করিডোর করে জখমদের কলকাতায় আনা হয়েছে। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”