সোমবার ক্রিসমাস উৎসবের সূচনামঞ্চ থেকেই গোটা দেশকে রাজনৈতিক বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া জানিয়ে দিলেন, পরের বছর থেকে রাজ্যে বড় করে পালিত হবে বড়দিন। শুধু কলকাতা নয়, বড়দিন পালিত হবে জেলায়-জেলায়। তাঁর গলায় শোনা গেল নগরপালের কাজের প্রশংসাও। এদিন বিকেলে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বলেন, “ক্রিসমাসের অনুষ্ঠান আরও বড় করার চেষ্টা করুন। কৃষ্ণনগর, ব্যান্ডেল, ঝাড়গ্রামেও কত চার্চ আছে।” এবছরও রাজ্যের বিভিন্ন কমিশনারেটগুলিকে বড়দিনের জন্য সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পেরিয়ে জাতীয় রাজনীতিতে ছাপ রাখতে চাইছে তৃণমূল। এদিন মমতার ভাষণেও শোনা গেল সেই সুর।
প্রসঙ্গত, অ্যালেন পার্কের মঞ্চ থেকে শুধু রাজ্যবাসী নয়, দেশ ও বিশ্ববাসীকেও বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। দেশ থেকে বিশ্ব সকলকে শুভেচ্ছা। ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা সবাইকে শুভেচ্ছা।” তার পরই মমতার অভিযোগ, “দিন দিন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। রাজনৈতিক দূষণ চলছে দেশজুড়ে।” বললেন, “যদি শান্তি বজায় রাখতে হয় তবে মুখে হাসি রাখতে হবে। তবেই মানসিক শান্তি থাকবে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তা, “গোটা দেশে সম্প্রীতি, একতা বজায় রাখতে হবে। যে যার ধর্ম পালন করুন। কিন্তু দেশ মজবুত রাখতে গেলে ঐক্য মজবুত রাখতে হবে। আমাদের লড়াই করতে হবে। লড়াই আমরা করে নেব। বেদ থেকে বলি, আমরা একতার কথা বলি।” বড়দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পুরভোটের পরদিনই মমতার গলায় শোনা গেল নগরপাল সৌমেন মিত্রের প্রশংসাও। বললেন, “ওঁরা খুব ভাল কাজ করছে। আর এত ভাল কাজ করছে বলেই আমরা শান্তিতে থাকছি।”