এবার বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । একই অভিযোগ জানিয়ে তিনি আলাদা করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে রাজ্যের গোপন নথি ফাঁস করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন বিধানসভার অধ্যক্ষ। সূত্র অনুযায়ী, চিঠিতে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার একগুচ্ছ অভিযোগ তুলে ধরা হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখছেন রাজ্যপাল। অধিবেশন ডাকা, না-ডাকা নিয়ে অবাঞ্ছিত হস্তক্ষেপ করছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে পাঠানো অধ্যক্ষের এই চিঠি ঘিরে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ ও রাজ্যপাল।
উল্লেখ্য, হাওড়া পুরসভা সংশোধনী বিলে রাজ্যপাল সই না-করায়, শেষ পর্যন্ত সেখানে পুরভোট করাতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। অধ্যক্ষ এ জন্য সরাসরি রাজ্যপালের দিকে অভিযোগের আঙুল তোলেন। যদিও রাজ্যপাল অভিযোগ উড়িয়ে দাবি করেন, বিল পাসের জন্য রাজ্যের কাছে প্রয়োজনীয় নথি চেয়ে পাওয়া যায়নি। এ নিয়ে দু’পক্ষের চাপানউতোরও হয়। শুধু এই বিলটিই নয়, রাজ্যের আরও অনেক বিলেই সই করেননি রাজ্যপাল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখার আগেও রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও নালিশ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। অনৈতিক ভাবে রাজ্যপাল বিধানসভার পরিষদীয় কাজে নাক গলাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। বিধানসভায় পাস হওয়া প্রয়োজনীয় জনস্বার্থের বিলগুলিও অকারণে আটকে রাখা হয়েছে বলে নালিশ করে এসেছিলেন বিধানসভার অধ্যক্ষ। বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, রাজ্যপালের আচরণ ও সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
