এবার ভারতীয়দের ডিএনএ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, “৪০ হাজার বছর ধরে ভারতের সব মানুষের ডিএনএ এক। আজকের মানুষের ডিএনএ সেদিনের মানুষের মতোই। আমাদের সকলের পূর্বপুরুষ এক। তাঁদের কর্মফলে আমাদের দেশ সমৃদ্ধ হয়েছে। সংস্কৃতির ধারা অব্যাহত রয়েছে।” স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সব মানুষের ডিএনএ কীভাবে এক হয় প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
মোহন ভাগবতের ডিএনএ মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি এ প্রসঙ্গে টেনে আনেন ‘হিন্দু’ ও ‘হিন্দুত্ববাদী’ বিতর্ক। টুইটারে তাঁর কটাক্ষ, “হিন্দুরা মনে করে প্রত্যেকের ডিএনএ পৃথক। আর হিন্দুত্ববাদীরা বিশ্বাস করে সব ভারতীয়দের ডিএনএ এক।” আলোচনায় কেন্দ্রীয় সরকারের পরিচালনা নিয়েও নিজের অভিমত স্পষ্ট করেন সঙ্ঘপ্রধান। তিনি স্পষ্টই বলেন, সঙ্ঘের রিমোটে চলে না দিল্লী। তবে সরকারের মধ্যে সঙ্ঘের লোক রয়েছে। প্রসঙ্গত, বিরোধীরা দীর্ঘদিন ধরেই সরব হয়েছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর কার্যালয় নাগপুরের নির্দেশেই চলছে দিল্লৈ। সংবাদ মাধ্যমেও বিভিন্ন সময়ে কেন্দ্রের উপর সঙ্ঘের খবরদারির দাবি প্রকাশ্যে এসেছে। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত।
