বড়দিনের পরেই গোয়া, আর নতুন বছরেই ত্রিপুরা। দুই পাখির চোখ এখন লক্ষ্য তৃণমূলের। কলকাতা পুরসভার ভোট মিটতে না মিটতেই তাই একের পর এক সফরের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, নতুন বছরের শুরুতেই ত্রিপুরা যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে দেখাও করতে পারেন অভিষেক। এমনটাই তৃণমূল সূত্রের খবর।
সূত্রের খবর, অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরা সফরের দিন বদল করা হয়েছে। আগামী ২-৩ জানুয়ারি ত্রিপুরাতে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর সেই সময় ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক-সহ দলের নেতারা।
প্রসঙ্গত, গত মাসেই ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সেইসময় ত্রিপুরায় পদযাত্রার পরিকল্পনা থাকলেও তার অনুমতি দেওয়া হয়নি। পরিবর্তে পথসভা করার অনুমতি দেওয়া হয়। এবারে অভিষেকের পরিকল্পনায় কী নতুন চমক থাকবে সেদিকেই তাকিয়ে দল।
সূত্রের খবর, বড়দিন শেষ হলেই গোয়া ও ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর তিনি গোয়া যাচ্ছেন। সেখানে একটি যোগদান কর্মসূচি ও একাধিক সভা করার কথা আছে তাঁর। ২৮ ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকার কথা অভিষেকের।