পুরভোটে সৌহার্দ্যের ছবি দেখা গেল বেহালায়। সেখানে তৃণমূল প্রার্থী নিজেই দলীয় কর্মীদের জমায়েত সরিয়ে দিলেন। আশ্বাস দিলেন বামেদের শিবিরে গিয়েও।
বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তারক সিং। ভোটের দিন সকাল সকাল রাস্তায় নেমেছেন তিনি। ঘুরে দেখেছেন এলাকার ভোট পরিস্থিতি।
দেখা গেছে, কোথাও নিজের দলের কর্মীদের জমায়েত দেখলে কথা বলে নিজেই তা সরিয়ে দিয়েছেন তারকবাবু। কর্মীদের অশান্তি, জমায়েত করতে বারণ করেছেন তিনি। শুধু তাই নয়, তারক সিংকে এদিন সকাল সকাল দেখা গেছে বামেদের ক্যাম্প অফিসে যেতে। সেখানে গিয়ে তিনি কর্মী সমর্থকদের আশ্বাস দিয়েছেন।
বামেদের তারকবাবু জানিয়েছেন, তৃণমূল কর্মীরা কেউ যদি কখনও তাঁদের কাজে বাধা দেয় তবে যেন অবশ্যই তাঁকে জানানো হয়। তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে স্বচ্ছ নির্বাচনের আশ্বাসও শুনিয়েছেন তারক সিং।