হাতে মাত্র কয়েক ঘণ্টা। আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে নির্বাচন। ফলে ব্যস্ততা তুঙ্গে প্রার্থীদের। সমান তালে ব্যস্ততা রয়েছে বুথ কর্মী ও নির্বাচনী এজেন্টদের। এই অবস্থায় ভোট গ্রহণ পর্ব না মেটা পর্যন্ত সব প্রার্থী ও এজেন্টদের সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলে। বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা ও ফোনালাপ থেকে সর্তক থাকার কথা বলা হয়েছে।
পুর ভোটে এবার একাধিক নতুন মুখ তৃণমূলের। ভোটের প্রচারের তাদের ব্যস্ততা ছিল তুঙ্গে। আর ভোট গ্রহণের আগের দিনেও তাদের ব্যস্ততা তুঙ্গে। ফলে নতুন আনকোরা মুখ হলেই সাবধানতার সতর্কবার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। যাকে বলে – মোক্ষম টোটকা। দলের পরিষ্কার কথা – ‘এই সময় নতুন মুখ দেখলেই সাবধান। বলুন, ফলপ্রকাশের পর দেখা হবে।’
কলকাতা পুরভোটকে কেন্দ্র করে গত দু’সপ্তাহে পরপর কর্মিসভা চলছে। সেখানে আর পাঁচজনের সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারাও। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ও দক্ষিণ কলকাতায় মোট চারটি সভা করেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উত্তর ও দক্ষিণ কলকাতায় দুটি রোড শো করেছেন। প্রার্থীদের সঙ্গে দফায় দফায় খুঁটিনাটি আলোচনা হয়েছে। প্রয়োজনীয় টিপস আগেই দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল চরম সতর্কতার কথাটা মনে করিয়ে দেওয়া হয়েছে।
কলকাতার দুই জেলার সভাপতি তাপস রায় ও দেবাশিস কুমাররা বারবার যোগাযোগ রাখছেন প্রার্থীদের সাথে। দলের শীর্ষ নেতারা বলেছেন, ‘বুঝেশুনে লোকের সঙ্গে মিশতে হবে। এখন ভোটের সময়। অনেকেই দেখা করতে আসবে। লোক বুঝে দেখা করবে।’ উত্তরের জেলা সভাপতি তাপস রায় বলছেন, ‘অচেনা লোকেদের সঙ্গে এখন কথা বলারই দরকার নেই। বলবেন ভোটের পর আসুন।’