সিডিএস বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিয়ে বিতর্ক উস্কে দিলেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র সিং। আঙুল তুললেন সরাসরি মোদী সরকারের দিকে।প্রকাশ্য জনসভায় কোনওরকম রাখঢাক না রেখেই বীরেন্দ্র বলেন, ‘উত্তর প্রদেশের ভোটের জন্যই সিডিএস বিপিন রাওয়াতকে মারা হয়েছে’।
এই প্রসঙ্গে পুলওয়ামায় হামলার প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেস বিধায়ক। তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রত্যেকটি ভোটের আগে কোনও না কোনও দুর্ঘটনা ঘটে। বিপিন রাওয়াতের কপ্টারের দুর্ঘটনার সঙ্গে তাই উত্তর প্রদেশের ভোটের যোগাযোগ রয়েছে’। তাঁর কথায়, ‘কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন। সেটাও ২০১৯-র লোকসভা ভোটের আগেই ঘটেছিল’।
তামিলনাড়ুতে কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত। তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ আরও ১৩ জন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। প্রাথমিক ভাবে আবহাওয়ার কারণেই চপার ক্র্যাশ করেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেনা কপ্টার কেন আবহাওয়ার খোঁজ না নিয়েই আকাশে উড়বে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জঙ্গি যোগও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। কংগ্রেস সাংসদরা এই ঘটনার তদন্ত দাবি করেছেন। ইতিমধ্যে তিন বাহিনী যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বায়ুসেনা প্রধান থেকে শুরু করে তদন্তকারী আধিকারিকরা। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছেন। আগামী ২ সপ্তাহের মধ্যেই পুরো রিপোর্ট প্রকাশ্যে আসবে বলে জানা গেছে। এদিকে বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে না আসা পর্যন্ত এই নিয়ে যেন কেউ কোনও জল্পনা করে করে গুজব না ছড়ায়। তার পরেও কংগ্রেস বিধায়কের এই বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।