ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে ছ’নম্বরে এটিকে মোহনবাগান। এখনও অবধি ১৩টি গোল করেছে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৩ ড্র করেছে তারা। তিন গোল করলেও বেশ কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছে রয় কৃষ্ণদের। কেন এমন অবস্থা গত বারের ফাইনালিস্টদের?
লিগে এখনও অনেকটা পথ বাকি। ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে রয় কৃষ্ণদের। যদিও কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস মনে করছেন রাস্তা কঠিন হচ্ছে। দ্রুত ছন্দে ফিরতে হবে। সমর্থকরাও চাইবেন তাদের দল ঘুরে দাঁড়াক। আগামী মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই জিততে চাইবে সবুজ-মেরুন।
সবুজ-মেরুন স্ট্রাইকার কৃষ্ণের দাবি, তিনি বলই পাচ্ছেন না। ম্যাচ শেষে কৃষ্ণ বলেন, “আমি সামনের দিকে বল পাচ্ছি না। তাই মাঝমাঠে নেমে আসতে হচ্ছে। বিপক্ষের ডিফেন্ডাররা আমার খেলা বুঝে গিয়েছে।
তাই আমাকে আটকানোর কাজটা এখন ভাল ভাবেই করতে পারছে। দল হিসেবে আমাদের আরও ভাল করতে হবে। ভাগ্য ভাল যে হেরে যাইনি। তাই এক পয়েন্ট নিয়েই খুশি। তবে দল হিসেবে আজ আমরা যথেষ্ট ভাল ছিলাম না।”