ওয়ার্নার ও লাবুশেনের দাপটে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভাল জায়গায় অস্ট্রেলিয়া। দিন-রাতের টেস্টের প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে তারা। শতরানের দোরগোড়ায় রয়েছেন মার্নাস লাবুশেন। তবে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন ডেভিড ওয়ার্নার। কোভিডের কারণে প্যাট কামিন্স সরে দাঁড়ানোয় বহু দিন পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে নেমেছিলেন স্টিভ স্মিথ। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে প্রথম থেকেই জেমস অ্যান্ডারসন এবং ব্রড দাপট দেখাতে থাকেন। সঠিক জায়গায় বল রেখে মার্কাস হ্যারিস এবং ওয়ার্নারকে বেঁধে রাখেন তাঁরা।।ব্রডের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে হ্যারিসকে ফেরান বাটলার।
তবে অ্যান্ডারসন, ব্রড, ওকস, অলি রবিনসন টানা চাপ রেখে গেলেও টলাতে পারেননি ওয়ার্নার-লাবুশেনকে। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১৭২ রান যোগ করেন। শতরানের অদূরে ওয়ার্নার ফিরলেও দিনের শেষে আর কোনও উইকেট পড়তে দেননি স্মিথরা। উল্লেখ্য, এই নিয়ে অ্যাশেজে দ্বিতীয় বার নব্বইয়ের ঘরে এসে শতরান হাতছাড়া হল ওয়ার্নারের। ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি আউট হয়ে গিয়েছিলেন ৯৪ রানে। অ্যাডিলেডে শতরান থেকে পাঁচ রান দূরে থাকার সময় বেন স্টোকসের বলে ক্যাচ দেন স্টুয়ার্ট ব্রডের হাতে।