বাংলায় বাম আমলের দীর্ঘদিনের মন্ত্রী তথা প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে এবার কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাযতীন বারো ভূতের মাঠের সভা থেকে সেই ক্ষিতি-কন্যাকেই দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী বলেন “৯২-এ আমরা ক্ষিতিদার মেয়েকে প্রার্থী করেছি। ও খুব ভাল মেয়ে। আমাদের দলের হয়ে কাজ করছে।” এখানেই না থেমে দিদি বলেন, “শুনুন, ও কিন্তু কারা দফতরে চাকরি করত। এই বয়সে চাকরিটা ছেড়ে দিয়েছে মানুষের জন্য কাজ করবে বলে।”
উল্লেখ্য, বামপন্থী দলগুলিতে চাকরি ছেড়ে দিয়ে হোলটাইমার হওয়া বা কেরিয়ারের দিকে না তাকিয়ে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হওয়ার উদাহরণ বাংলায় অসংখ্য রয়েছে। এদিন মমতা দেখাতে চাইলেন, এটা তৃণমূলেও রয়েছে। বিশেষত ক্ষিতি-কন্যা বসুন্ধরা বাম পরিবারে বড় হওয়া মেয়ে। আবার বামমনস্ক অনেকে মমতাকেই ইদানিং প্রকৃত বামপন্থী বলে মনে করেন। সেদিক থেকে বাঘাযতীনের মতো একদা বাম ঘাঁটিতে দাঁড়িয়ে প্রাক্তন প্রয়াত বাম মন্ত্রীর মেয়েকে তৃণমূল নেত্রীর এহেন সার্টিফিকেট অর্থবহ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।