বৃহস্পতিবার কলকাতা পুরভোটের প্রচারে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। বড়বাজার থেকে রাজাকাটরা, তারপর পোস্তা হয়ে বৌবাজার পর্যন্ত ১১ জন তৃণমূল প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য রোড শো করেন তিনি। প্রচারে এসে অভিষেকের দৃঢ় বার্তা, ”বিধানসভা ভোটে মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। ভবানীপুর উপনির্বাচনেও বাংলার মানুষ জবাব দিয়েছে। এবার কলকাতার পালা।” দুর্গাপুজোকে ইউনেস্কাের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ”বিজেপি বলেছিল বাংলায় মমতা দুর্গাপুজো করতে দেন না। ইউনেস্কো বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। বিজেপির হাতে ধর্মীয় উস্কানি ছাড়া আর কিছু নেই।”
পাশাপাশি ত্রিপুরার ভোট প্রসঙ্গে অভিষেক বলছেন, ”গোয়ার ভোটে তৃণমূল হয় জিতবে, না হয় প্রধান বিরোধী দল হবে। ত্রিপুরায় ২ মাসে ২৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। যে রাজ্যে ঢুকব সেই রাজ্যেই তৃণমূল বিস্তার লাভ করবে। মানুষ বিপদে পড়লে তৃণমূল কর্মীরা পাশে দাঁড়াবে। বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ পাশে দাঁড়াবে না। খেলার আগেই তৃণমূলের কাছে দশ-শূন্য গোলে বিরোধীরা হেরে বসে আছে।”
এরপর রোড শো’র শেষে তিনি বলেন, “আজকের কর্মসূচী উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় উত্তর দিয়েছে। উত্তর কলকাতার কাছে কৃতজ্ঞ। ৭টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল। বিরোধীদের জায়গা নেই এখানে। ১৯ তারিখের লড়াই তৃণমূলের নয়, আপনাদেরও। বিধানসভা থেকে উপনির্বাচনে জবাব দিয়েছে। আজকের রোড শো সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোনও প্রার্থী নয়, মমতাকে ভোট দিচ্ছেন। ফেব্রুয়ারিতে গোয়ার নির্বাচন। তৃণমূল জিতবে, নাহলে প্রধান প্রতিপক্ষ হবে। ত্রিপুরায় ২৪% ভোট পেয়েছি। তৃণমূল বিজেপির কাছে আত্মসমর্পণ করবে না। তৃণমূলের বিকল্প নেই।”