প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ছেড়ে যাওয়া ‘চিফস অফ স্টাফ কমিটি’র চেয়ারম্যান পদে বসলেন মনোজ মুকুন্দ নারভানে। আর্মি, নেভি এবং এয়ার ফোর্স, এই তিন বাহিনীই এবার থাকবে তাঁর নজরে। অনেকের মতে, এই নিয়োগই ইঙ্গিত যে সম্ভবত জেনারেল নারভানেকেই পরবর্তী সিডিএস করা হবে।
চিফস অফ স্টাফ কমিটি তিন বাহিনীর প্রধানদের নিয়ে তৈরি। এই মুহূর্তে তিন বাহিনীর প্রধানদের মধ্যে সবচেয়ে সিনিয়র নারভানেই। বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে ৩০ সেপ্টেম্বর এবং ৩০ নভেম্বর দায়িত্ব নিয়েছেন। এদিকে সেনা প্রধান হিসেবে জেনারেল নারাভানের মেয়াদ আর কয়েক মাস বাকি। এই আবহে রাওয়াতের প্রয়াণের পর চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদে বসানো হল নারভানেকে।
জেনারেল বিপিন রাওয়াতই চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন। সেনা সর্বাধিনায়ক থাকাকালীনই এই দায়িত্ব সামলাতেন তিনি। গত ৮ ডিসেম্বর রাওয়াতের প্রয়াণের পর থেকেই পদটি ফাঁকা ছিল। বুধবার সিনিয়রিটির ভিত্তিতে ওই পদে জেনারেল নারাভানেকে কেন্দ্র দায়িত্ব দিয়েছেন বলে দাবি সূত্রের। নারাভানে ছাড়া এই কমিটির বাকি দুই সদস্য বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল জেনারেল আর হরি কুমার ওই কমিটির সদস্য।
চিফস অফ স্টাফ কমিটির প্রধানের পদে বসানোর মাধ্যমেই কেন্দ্র পরবর্তী সেনা সর্বাধিনায়ক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল বলে ধারণা ওয়াকিবহাল মহলের। সেনাপ্রধানকে নতুন পদে বসানোতেই সম্ভবত ইঙ্গিত মিলছে যে আগামী দিনে সেনা সর্বাধিনায়কের পদে বসার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন নারভানেই। যদিও এক্ষেত্রে প্রধানমন্ত্রীর পছন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যার নামে সীলমোহর দেবেন, তিনিই হবেন দেশের সেনা সর্বাধিনায়ক।