এর আগে এলাকায় উন্নয়নের কাজ না হলে দলের জনপ্রতিনিধিদের উদ্দেশে একাধিক বার কড়া বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তিনি জানালেন, ওই বার্তা মোটেই বকাঝকার জন্য বলা নয়। জনপ্রতিনিধিরা যাতে নিজেদের ভুল শুধরে নেন, সেজন্যই বলা। বুধবার ফুলবাগানে কলকাতা পুরভোটের নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীদের উদ্দেশে এ কথাই বললেন মমতা। গোয়া থেকে ফিরে এদিন পুরভোটের প্রথম নির্বাচনী প্রচার করলেন মমতা। ওই সভায় দলীয় প্রার্থীদের উদ্দেশে স্পষ্ট কিছু বার্তাও দিলেন তিনি। বলেন, “সাংসদ-বিধায়কেরা সব কাজ করতে পারেন না। এলাকার কাজ করেন মূলত স্থানীয় জনপ্রতিনিধিরা। কাউন্সিলরের যা দায়িত্ব তা পালন করতেই হবে। কাজ না করলে সরে যেতে হবে।”
এপ্রসঙ্গে মমতা আরও বলেন, “আমি কিছু বললেই সংবাদমাধ্যম বলে, উনি ওঁকে বকেছেন। আমি বকার জন্য বলি না। আমি সংশোধন করার জন্য বলি।” নেত্রীর সংযোজন, “এলাকায় জল ঠিক ভাবে পাওয়া যাচ্ছে কি না, আলো আছে কি না, এ সব দেখার দায়িত্ব স্থানীয় কাউন্সিলারের। যে করতে পারবে না, সে কাউন্সিলর হবে না।” নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের এক কাউন্সিলরের নামেই সম্প্রতি অভিযোগ পেয়ে তাঁকে এ বার প্রার্থীও করেননি তিনি, জনসভায় জানালেন মমতা। নেত্রীর কথায়, “আমার ভবানীপুরেই দেখলাম। এলাকায় আলো নেই। কাউন্সিলর কাজে করেননি। অভিযোগ পেয়ে ওঁকে ফোন করে করেছিলাম। এ বার আর টিকিট দিইনি।”
