প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি। বিরাট ছুটি চেয়েছেন বলে শোনা গেলেও তা ভুল, এমনই জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, “একদিনের ক্রিকেটে খেলার জন্য আমি তৈরি। শোনা যাচ্ছিল আমার নাকি অন্য কোথাও যাওয়ার কথা, সেই সব ভুল। টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেন প্রধান নির্বাচক। তিনি জানিয়ে ছিলেন একদিনের ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না।”
উল্লেখ্য, শেষ কয়েক দিন ধরে বিরাটের ছুটি নেওয়ার খবর নিয়ে জল্পনা ছড়ায় ক্রিকেটমহলে। সেই বিষয় নিয়ে টুইট করেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনও। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের কর্তা টুইটে লেখেন, “বিরাট জানিয়েছে একদিনের সিরিজে খেলবে না, রোহিত জানিয়েছে টেস্ট সিরিজে খেলবেন না। ছুটি কেউ নিতেই পারে, কিন্তু সময় বুঝে নেওয়া উচিত। কেউই কোনও এক ধরনের ক্রিকেট ছেড়ে দেবে, এমনটা তো নয়।” সেই সব জল্পনায় জল ঢেলে দিয়ে বুধবার বিরাট জানিয়ে দিলেন, একদিনের সিরিজে খেলার জন্য তৈরি তিনি।
